সম্প্রতি হোয়াটসঅ্যাপ ২৩.৫.৭৭ ভার্সন নিয়ে এসেছে অ্যাপল ডিভাইসের জন্য। নতুন এই আপডেটটিতে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা পাচ্ছেন নতুন কিছু ফিচার।
এখন অ্যাপল ডিভাইস থেকে ভয়েস স্ট্যাটাস দেওয়া যাবে। এমনকি ভয়েস স্ট্যাটাস কাস্টম করে নিরাপত্তার ফিচারও সংযুক্ত হয়েছে। এই ফিচার ব্যবহারের জন্য স্ট্যাটাস বাটনে ক্লিক করে পেন্সিল সাববাটনে ক্লিক করতে হবে। তারপর লং প্রেস করে আপনি আপনার ভয়েস দিয়ে স্ট্যাটাস আপ্লোড করতে পারবেন। এখানেই শেষ নয়। এখন হোয়াটস অ্যাপেই ছবির মধ্যে থাকা কোনো লেখা শনাক্ত করে কপি করা যাবে। আগে গুগল লেন্সের মাধ্যমে ইমেজ থেকে টেক্সট নেয়া গেলেও এখন আর বাড়তি ঝামেলায় যেতে হচ্ছে না।
অবশ্য এই আপডেটটি বেটা চ্যানেলে দেয়া হচ্ছে। অর্থাৎ এখনও পরিপূর্ণভাবে ব্যবহারযোগ্য হয়নি নতুন ফিচার। তবে আপনার যদি ভালো লাগে তাহলে বেটা চ্যানেল থেকে আপডেটটি পেতে পারেন। স্ট্যাবল আপডেটের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।