রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন হয়েছে। শনিবার (১৮ মার্চ) সেক্টর কল্যাণ সমিতির কার্যালয়ে শান্তিপূর্ণভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ হয়। নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী বশির উদ্দিন দ্বিতীয় বারের মত আবারও সভাপতি এবং মোঃ ইউনুছ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মডেল টাউন উত্তরা ৬ নম্বর সেক্টর কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে তিনটি প্যানেলে মোট ৬৩ জন প্রার্থীর অংশ গ্রহণ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এম এ এম রাজু আহম্মদকে সহযোগিতা করছেন অপর ২ সহকারী কমিশনার সদস্য ওবায়দুর রহমান ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন। সেক্টরে বসবসকারী বাড়ীর মালিক ও ফ্ল্যাট মালিকদের সংগঠন সেক্টর কল্যাণ সমিতি।
নির্বাচিত সভাপতি প্রকৌশলী বশির উদ্দিন বলেন, আমি আপনাদের নেতা নয় সেবক হয়ে দায়িত্ব পালন করব। গুরুত্ব সহকারে সেক্টরে চলমান সমস্যা গুলো সমাধান করবো।
২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলো- ২ জন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল হোসেন মোল্লা, মো: খোরশেদুজ্জামান । যুগ্ম-সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মোঃ মাহবুবুল আলম। অর্থ সম্পাদক মোঃ আবু কাওছার, সাংগঠনিক সম্পাদক রুপন কান্তি বিশ্বাস, নিরাপত্তা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন ইমরোজ আহমেদ, পরিবেশ সম্পাদক শাহজাহান, দপ্তর ও পাঠাগার সম্পাদক কাজী হেদায়েত হোসেন, প্রচার সম্পাদক ফজলুল রহমান,সংস্কৃতি বিষয়ক সম্পাদক অনামিকা আহমেদ বিথী , যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মোহসীনুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক ড . ইফফাৎ ওবায়েদ, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ শাহজাহান, মোহাম্মদ সাইফুল ইসলাম, আ.ন.ম বজলুর রশিদ, শেখ আরিফুর রহমান, সায়মা সুলতানা, মোঃ শামসুল করিম চৌধুরী, আব্দুল কাদির।