শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ইবিতে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৬:১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগের মতো স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের মান ও স্বকীয়তা ফিরিয়ে আনতে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় ফেরার দাবি জানান। 

রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, গুচ্ছ হটাও বিশ্ববিদ্যালয় বাঁচাও, এক দফা এক দাবি গুচ্ছ থেকে মুক্তি, গুচ্ছের পরিণতি বিশ্ববিদ্যালয়ের অবনতি, সময় বিনষ্টকারী গুচ্ছ প্রক্রিয়া বাতিল করো, বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য ফিরিয়ে দাও প্রভৃতি লেখা সম্বলিত ফেস্টুন দেখা যায়।

মানবন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গুচ্ছ প্রক্রিয়ায় আমাদের শুধু সময়ক্ষেপণ হয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রকৃত মেধাবী শিক্ষার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে ইবির যে একটা ব্র‍্যান্ড ভ্যালু ছিল গুচ্ছে এসে তা হারিয়েছে। 

তারা আরও বলেন, বর্তমানে আসন খালি রেখেই ভর্তি কার্যক্রম শেষ করেছে প্রশাসন। বারবার গণ-বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী খুঁজে পাওয়া যাচ্ছেনা। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যরাই বিশ্ববিদ্যালয়ে আসুক। আমাদের একটাই দাবি কাউন্সিলের মিটিং এ ইবি গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত আসুক।

এর আগে গুচ্ছে অংশগ্রহণ না করা নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেয় ইবি শিক্ষকরা। পরবর্তীতে শিক্ষকদের সঙ্গে প্রশাসনের সভায়ও গুচ্ছে না থাকার বিষয়টি জানানো হয়।

এদিকে, রবিবার (১৯ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১২৫তম জরুরি একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়েছে। সেখানে কাউন্সিল সদস্যরা ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানা গেছে।

 

ইত্তেফাক/এআই