বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ধারণার চেয়েও ভালো দল বাংলাদেশ: আইরিশ কোচ

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২০:৪৩

সিরিজ শুরুর আগে বেশ আত্মবিশ্বাসী ছিল আয়ারল্যান্ড। তবে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ১৮৩ রানে হেরে সিরিজ শুরু করেছে আইরিশরা। আর তাই বাংলাদেশকে ধারণার চেয়েও ভালো দল বললেন আয়ারল্যান্ডের কোচ হেইনরিখ মালান।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে রোববার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে হেইনরিখ মালান বলেন, ‘অবশ্যই আমরা এমন ফল চাইনি। আমার মনে হয় এটা ভালো সুযোগ কন্ডিশন বুঝতে পারার। তারা আমাদের ধারণার চেয়েও ভালো দল। এত বেশি ইফেক্টেড না, যেমন ভেবেছি। এটা এমন কিছু যেটা খুঁজে পেয়েছি। আমরা আগামীকাল সেটা সমাধান করতে পারবো।’

আয়ারল্যান্ডের কোচ হেইনরিখ মালান।

সিরিজ বাঁচাতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘অধিনায়ক বলেছে আমরা নিজেদের খেলার ধরনেই মনোযোগী। অবশ্যই এটা ফলের ব্যাপার। বুঝতে পারছি আন্তর্জাতিক ক্রিকেট জয়-পরাজয়ের। কিন্তু এটাই আমাদের কাজের পথ। আমার মনে হয় যদি আপনি গত ১২ মাসে আমাদের খেলার ধরন দেখেন, যেভাবে আমরা খেলার চেষ্টা করেছি, আমাদের সুযোগ এসেছে বড় দলগুলোকে হারানোর।’

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন