বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগ নেতার কৃষিজমি দখল, গ্রামবাসীর বিক্ষোভ

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২১:১৯

বাগেরহাটের মোংলায় সুন্দরবন ইউনিয়নে সালাম শেখ নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কৃষি জমি ও চিংড়ি ঘের দখলের অভিযোগ উঠেছে। রোববার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়।

অভিযুক্ত সালাম শেখ উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, সালাম শেখ এলাকার একজন চিহ্নিত ভূমি-দস্যু। টাকা না দিয়ে জোরপূর্বক কৃষি জমি দখলে রেখে চিংড়ি চাষ করছে। দখল না ছেড়ে উল্টো নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। 

অভিযুক্ত সালাম শেখ বলেন, কারও জমি দখল করেননি। টাকা পরিশোধ করেই চিংড়ি ঘের করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, সালাম শেখের বিরুদ্ধে এর আগেও অভিযোগ পেয়েছেন। দু’পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও