জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরিব মেধাবী ছাত্রদের জন্য করেছিলেন মুসলিম সেবা সমিতি। সেই কথা স্মরণে বঙ্গুবন্ধুর জন্মদিনে ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি আর্থিক সহযোগিতা প্রয়োজন এমন ছাত্র ছাত্রীদের জন্য রোটারী ক্লাব ঢাকা মেট্রপলিটন এর সহযোগিতায় বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
মেডিকেল কলেজ পড়ুয়া ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃত্তি পাওয়া ছাত্র-ছাত্রীরা ভালো মানবিক ডাক্তার হওয়ার পাশাপাশি ভবিষ্যতে মানুষের প্রয়োজনে সেবায় এগিয়ে আসবে। একইসঙ্গে সেই প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে বলে রোটারি ক্লাবের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া রোটারি ক্লাবের সঙ্গে ৩ জনকে বৃত্তি প্রদান করছে ইনার হুয়িল ক্লাব। ২০১০ সাল থেকে ৫ বছরের জন্য ২০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ায় রোটারি ক্লাব মেট্রোপলিটন ঢাকার সভাপতি মিস আবিদা আলীকে ধন্যবাদ জানানো হয়।