শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এমপির কার্যালয়ে আগুন, কারাগারে বিএনপি নেতা 

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২১:৪১

নরসিংদীর শিবপুরে স্থানীয় এমপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৯ মার্চ) নরসিংদী জজ কোর্টে আরিফ মৃধাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, গত ১৪ মার্চ রাতে শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহনের ব্যক্তিগত কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৫ মার্চ সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য নিজ বাড়ি থেকে বিএনপি নেতা আরিফ মৃধাকে আটক করে পুলিশ। 

পরে ১৫ মার্চ রাতে পৌর আওয়ামী লীগের সদস্য সেলিম ভূঁইয়া বাদী হয়ে আরিফুল ইসলাম মৃধা (৬০) ও পুটিয়া গরু হাটের ইজারাদার খোরশেদ হাজী (৫৫) ও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেন। 

এ মামলায় আরিফ মৃধাকে গ্রেপ্তার দেখিয়ে গত ১৬ মার্চ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সেদিন এক আইনজীবীর মৃত্যুতে বিচার কার্যক্রম বন্ধ থাকায় বিচারক আজ (১৯ মার্চ) দিন ধার্য করেছিলেন। 

এদিকে আরিফ উল ইসলাম মৃধার মুক্তির দাবীতে আদালত প্রাঙ্গণে হাজারো ভক্তগণ বিক্ষোভ করতে দেখা যায়।

ইত্তেফাক/এবি/পিও