সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যেভাবে হোয়াটসঅ্যাপ ভয়েস স্ট্যাটাস দেবেন 

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১২:১৪

নতুন আপডেটে অ্যানড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস স্ট্যাটাস দেওয়ার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। তাই লেখা কিংবা ইমোজির মতো ভয়েসের মাধ্যমেও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া যাবে। 

সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভয়েস ক্লিপ স্ট্যাটাস হিসেবে দিতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। চলুন তাহলে জেনে নেই কীভাবে অ্যানড্রয়েডে হোয়াটসঅ্যাপের ভয়েস স্ট্যাটাস দেওয়া যায়।

প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে স্ট্যাটাস ট্যাবে যেতে হবে। এরপর ডান দিকে নিচে থাকা পেনসিল আইকনে ক্লিক করতে হবে। মাইক্রোফোন আইকন ট্যাপ করে ধরে রেখে ভয়েস রেকর্ডিং শুরু করতে হবে। ভয়েস দেওয়া শেষ হলে প্রিভিউ শুনে নিতে পারেন । এরপর নিচে সেন্ড বাটনে ট্যাপ করে ভয়েস স্ট্যাটাস আপলোড করতে হবে।

সূত্র: গ্যাজেটস নাউ

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন