শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বান্দরবানে ৫ নারীসহ সড়কে নিহত ৬

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৭:৫৫

বান্দরবানের রুমায় যাত্রীবাহী চান্দের গাড়িতে ট্রাকের ধাক্কায় ৫ নারীসহ ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। রুমার থানার ওসি আলমগীর হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

সোমবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে বগালেক আঞ্চলিক সড়কের ঢালুতে এ দুর্ঘটনা হয়। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

রোববার (১৯ মার্চ) সকালে ঢাকা ও খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুর্ঘটনার পরই আজ আবার এই সড়ক দুর্ঘটনা ঘটলো। ঢাকা ও খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন ২৯ জন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

 

ইত্তেফাক/পিও