শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সংসদ ভেঙে দিলো থাইল্যান্ড 

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৬:৩৩

আগামী মে মাসের শুরুর দিকে থাইল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়ে আজ সোমবার দেশটি সংসদ ভেঙে দিলো। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারে দেশটির প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচার নতুন ইউনাইটেড থাই নেশন পার্টির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছে ফিউ থাই পার্টি। এর নেতৃত্ব দিচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিনন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। 

বিলিয়নিয়ার থাকসিন ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। কয়েকমাস ধরে চলা জরিপে দেখা গেছে ৩৬ বছর বয়সী পেতংতার্ন এগিয়ে আছেন। 

যদিও থাইল্যান্ডে এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি তবে দেশটির সংসদ ভেঙে দেওয়ার ৬০ দিনের মধ্যে নির্বাচন বাধ্যতামূলক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে কয়েকডজন দল তাদের প্রচারণা শুরু করে দিয়েছে। ব্যাংককের ফুটপাথগুলো দলীয় পোস্টারে ছেয়ে গেছে। পোস্টারগুলোতে প্রার্থীরা ভোটারদের কাছে সমস্ত ধরণের প্রতিশ্রুতি দিয়েছেন।  

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সিনাওয়াত্রা পরিবারের রাজনৈতিক দল ফিউ থাইয়ের শক্তিশালী ঘাঁটি হচ্ছে গ্রামীণ এলাকা। সেখানে পেতংতার্ন ক্লান্তিহীন প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি আশা করছেন তার বাবা থাকসিন ও ফুফু ইংলাকের মতো অভূতপূর্ব জনসমর্থন নিয়ে যেভাবে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন, তাকে জনগণ সেভাবে গ্রহণ করবে।

অন্যদিকে সাবেক সেনাপ্রধান প্রাউত ২০১৪ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতায় আসেন।

ইত্তেফাক/এসআর/এএএম