বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইভিএম মেরামতের টাকা চেয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে পারে ইসি

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৭:৩১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেরামতের জন্য ১ হাজার ২৬০ কোটি টাকা চেয়ে আগামীকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ মার্চ) দুপুরে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, গত ১৫ মার্চের কমিশন বৈঠকে আমরা অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি দেওয়ার জন্য বলেছি। ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য ১ হাজার ২৬০ কোটি টাকার মতো লাগবে। সেটা পাওয়া যাবে কিনা নিশ্চিত করার জন্য আমরা একটি চিঠি দিতে বলেছি। চিঠিটি প্রস্তুত রয়েছে। আগামীকাল (মঙ্গলবার) চিঠিটি দেওয়া হতে পারে।

আনিছুর রহমান বলেন, টাকা পাওয়া না গেলে ইভিএমে ভোট অনিশ্চিত হয়ে পড়বে। ইভিএম নিয়ে কী হবে না হবে জানি না।

তিনি আরও বলেন, আমরা অর্থবছর ভিত্তিক টাকা চাইবো। চলতি অর্থবছরে অর্ধেক, পরবর্তী অর্থবছরে বাকি অর্ধেক দেওয়ার জন্য একটা প্রস্তাব আমরা পাঠাচ্ছি।

যদি অর্থ বিভাগ টাকা সংস্থান করে তাহলে ইভিএমের ব্যাপারে সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, যদি টাকা না পাওয়া যায় তাতেও আমাদের সিদ্ধান্তে আসতে হবে কী করবো। ব্যালটে কতটা করবো বা ইভিএমে আদৌ করবো কিনা (ভোট)। অর্থ প্রাপ্তির ওপর সবটাই নির্ভর করবে।

ইত্তেফাক/এসকে