রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৪৮ ঘণ্টার মধ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

আপডেট : ২০ মার্চ ২০২৩, ২০:৩৩

ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ। সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান করে বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান টাইগারদের।

গত ১৮ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান করেছিলো বাংলাদেশ। ঐ ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান করেছিলো টাইগাররা। ৪৮ ঘন্টা পার হতে না হতেই নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ।

বাংলাদেশকে রেকর্ড গড়তে বড় অবদান রাখেন ব্যাটার মুশফিকুর রহিম। ৬০ বলে ১৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ১০০ রান করেন তিনি। ৬০ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক।

ইত্তেফাক/জেডএইচ