শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাদারীপুরে সড়কে নিহত ২০

‘এত মানুষের লাশ একসঙ্গে কখনো দেখিনি’ 

আপডেট : ২০ মার্চ ২০২৩, ২১:১৮

এত মানুষের লাশ একসঙ্গে আমি কখনো দেখিনি। লাশ দেখে মানসিকভাবে ভেঙে পড়লেও স্থির থেকে ১৭ লাশের ময়নাতদন্তের কাজ সম্পন্ন করতে হয়েছে। চাকরিজীবনে এটা অনেক বড় দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। সুরতহাল করতে গিয়ে বারবার কেঁদেছি। প্রতিটি লাশের মাথায় আঘাত দেখেছি। মাথার আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে। অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।’ 

এভাবেই নিজের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহেল বাকী। 

গত রোববার (১৯ মার্চ) শিবচরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ১৭ জনের সুরতহাল করেছেন আবদুল্লাহেল বাকী। তিনি শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক। গত বছরের ২৪ এপ্রিল শিবচর হাইওয়ে থানায় যোগ দেন। 

আবদুল্লাহেল বাকী আরও বলেন, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উড়ে নিচে আন্ডারপাসের দেয়ালে ধাক্কা খায়। এ কারণে নিহতদের সবার মাথায় গভীর ক্ষত ছিল। ময়নাতদন্ত শেষে ক্ষত-বিক্ষত লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে নিহতদের স্বজনরা ছুটে আসেন। একে একে তাদের কাছে লাশ বুঝিয়ে দিই। এতো মানুষের আহাজারি আর কখনো দেখিনি। মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। কাজে মনোযোগ দিতে পারছি না।

গত রোববার (১৯ মার্চ) সকালে মাদারীপুরের শিবচর এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও ৬ জনের মৃত্যু হয়।

ইত্তেফাক/এবি/পিও