শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিশু দিবস উপলক্ষে সোনারগাঁও ইউনিভার্সিটিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০১:১২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটিতে। সোমবার (২০ মার্চ) গ্রিন রোডের ক্যাম্পাস অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় ২৫ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ১০ জনকে শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিতদের সার্টিফিকেট, ক্রেস্ট ও চকলেট দিয়ে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খুদে চিত্রাঙ্কন প্রতিযোগীদের উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার, প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের প্রফেসর মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম ও রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা।

অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম। আলোচনা অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা হয়।

ইত্তেফাক/এএইচপি