শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০১:২৬

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টার ২০২৩-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব রেজাউল করিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদদীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাঈদ সালাম । 

এ সময় অন্যান্যের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএইচপি