সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পুরনো পিক্সেল সিরিজে গুগল ক্যামেরা ৮.৮ আপডেট

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৩:৪৮

গুগল ক্যামেরার লেটেস্ট আপডেট ভার্সনটির নাম ৮.৮। এই সংস্করণটি এতদিন সম্প্রতি বাজারে চালু হওয়া পিক্সেল ফোনে পাওয়া যাচ্ছিল, এবার পুরনো পিক্সেল ফোনেও এই লেটেস্ট আপডেটটি পাওয়া যাবে। নতুন আপডেট এখন পর্যন্ত পিক্সেল ৬ সিরিজে পাওয়া যাবে। অন্য মডেলে পরে আপডেট আসবে। 

মূলত নাইট সাইট ফিচারে ছবি তুললে এখন একটু কম নয়েজ পাওয়া যাবে। এমনকি ক্যামেরা স্ট্যাবিলিটি ও পার্ফর্ম্যান্সে কিছু পরিবর্তন আসবে। এমনকি এখন ক্যামেরা থেকে এক্সপোজার টাইমও সিলেক্ট করা যাবে। লাইটিং কনডিশনের ওপর ভিত্তি করে ফিচারের সুবিধা পাওয়া যাবে। 

গুগল ক্যামেরা নিয়ে সবারই আগ্রহ বেশি। তবে এতদিন লেটেস্ট এই আপডেটটির জন্য অনেকেই অভিযোগ জানিয়েছেন। গুগল অভিযোগ শুনেছে। তবে পিক্সেলের অন্যান্য পুরনো মডেলে কবে নাগাদ আপডেট আসবে তা বলেনি গুগল। 

সূত্র: গ্যাজেডস ৩৬০ 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন