শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অপরাধীকে ধরতে মোবাইল ইন্টারনেট বন্ধের মেয়াদ বাড়ালো পাঞ্জাব

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯:১৯

শিখ বিচ্ছিন্নতাবাদীকে ধরতে ইন্টারনেট নিষেধাজ্ঞা বাড়িয়েছে পাঞ্জাব। রাজ্যটির সাত জেলার পুলিশ মরিয়া হয়ে খুঁজছে অমৃতপালকে। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ নেই তার। যদিও জালন্ধরের সিপির দাবি, খুব দ্রুতই গ্রেফতার করা হবে অমৃতপালকে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই অমৃতপালের একাধিক অনুচরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। অমৃতপালের ব্যবহার করা কয়েকটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

‘ওয়ারিস দা পাঞ্জাব’ গোষ্ঠীর প্রধান অমৃতপাল সিংয়ের খোঁজে পাঞ্জাব ছাড়াও, হরিয়ানা ও হিমাচল প্রদেশসহ আশেপাশের রাজ্যগুলোতেও অভিযান চলছে, পাশাপাশি গোটা এলাকাতেই মোবাইল ইন্টারনেট পরিষেবা ও এমন কী এসএমএস সার্ভিস পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

এদিকে পুলিশ সোমবার বলেছে, তারা এখন পর্যন্ত ১১৪ জনকে গ্রেফতার করেছে, তবে অমৃতপালের কোনো সন্ধান পায় নি। 

মূলত সোমবার দুপুর পর্যন্ত (গ্রিনিচ মান সময় ০৬৩০ টা) ইন্টারনেট বিভ্রাট ছিল। পরে আরও ২৪ ঘন্টার জন্য তা বাড়ানো হয়।

ইত্তেফাক/এএইচপি