শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাশিয়ায় ক্রেমলিন কর্মকর্তাদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯:৩২

গুপ্তচরবৃত্তির ভয়ে ভ্লাদিমির পুতিনের ২০২৪ সালের পুনর্নির্বাচনের প্রচারণার সঙ্গে জড়িত ক্রেমলিনের কর্মীদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাশিয়ার দৈনিক কমার্স্যান্ট এর বরাত এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

একজন রুশ কর্মকর্তাকে উদ্ধৃত করে কমার্স্যান্ট বলেছে, ‘আইফোন শেষ। হয় এটি ফেলে দিন বা শিশুদের দিয়ে দিন। সবাইকে মার্চ মাসে এটি করতে হবে।’ আইফোনের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার আঞ্চলিক প্রশাসনের অভ্যন্তরীণ নীতি কর্মকর্তাদেরও প্রভাবিত করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ক্রেমলিনের প্রথম ডেপুটি চিফ অন স্টাফ সের্গেই কিরিয়েনকো মার্চের শুরুতে মস্কোর কাছে একটি সেমিনারে এই বিষয়ে বিতর্ক শুরু হওয়ার পর আইফোন নিষিদ্ধ করার বিষয়ে একটি ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ জারি করেছেন বলে জানা গেছে।

ক্রেমলিনের ‘অভ্যন্তরীণ ব্লক’ হিসেবে পরিচিত রুশ প্রেসিডেন্টের প্রশাসনের অভ্যন্তরীণ নীতি, পাবলিক প্রকল্প, স্টেট কাউন্সিল এবং আইটি বিভাগের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের তৈরি ডিভাইসগুলোর ব্যবহার বন্ধে ১ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি বলেছে, ক্রেমলিন কর্মকর্তাদের তাদের আইফোনগুলোকে অ্যানড্রয়েড অথবা চীনা বা রাশিয়ার তৈরি অ্যানালগ ফোন দিয়ে প্রতিস্থাপন করার আহ্বান জানিয়েছে। প্রশাসন কর্মকর্তাদের ফেলে দেওয়া আইফোনগুলোকে ‘নতুন এবং সুরক্ষিত’ ডিভাইসের সঙ্গে প্রতিস্থাপন করার সম্ভাবনাও প্রকাশ করেছে বলে জানা গে

ইত্তেফাক/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন