অস্বস্তিকর গরমে চুলকে নিয়ে আমাদের প্রায়ই পড়তে হয় অস্বস্তিতে। আর তাই চুল বাঁধার সহজ কিছু পদ্ধতি জানা থাকলে খুব অল্প সময়েই বেঁধে নিয়ে আরাম বোধের সঙ্গে অন্যদের মাঝে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারবেন। চলুন জেনে নেই -
- প্রথমে চুল পিছনে নিয়ে রাবার-ব্যান্ড দিয়ে আটকে নিন । এরপর একটু ঘুরিয়ে পিন দিয়ে আটকে সামনে থেকে পিছনে একটি ফ্রেঞ্চ বেণী করে আর একটি পিন দিয়ে আটকে দিন।
- প্রথমে সামনের দিকে একটু ঝুঁকে চুল উঁচু করে বেধে নিতে হবে। এরপর রাবার ব্যান্ডের উপরে চুল পেঁচিয়ে ব্যান্ডটিকে ঢেকে দিতে হবে।
- মাথার দু’পাশ থেকে দু’টি ফ্রেঞ্চ বেণী করে দু’টিকে একসাথে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে হবে। এরপর চুলের নিচের অংশ পেঁচিয়ে খোঁপার মত করে বেঁধে নিতে হবে।