দেশে ক্যাপসুল এন্ডোসকোপি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গতকাল মঙ্গলবার (২১ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক মাহমুদুল হাসান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা, বীর মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলাম শিশির, নাবিক কান্ট্রি রিপ্রেজেন্টটেটিভ ড. মো. শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়া। বক্তারা বলেন, পরিপাকতন্ত্রের পরীক্ষার অত্যাধুনিক প্রযুক্তি ক্যাপসুল এন্ডোসকোপি ইউনিট চালু হওয়ায় রোগীরা হাতের কাছে সুচিকিত্সা পাবেন। দরিদ্র রোগীরা উপকৃত হবেন। পাশাপাশি প্রশিক্ষণরত চিকিত্সকরা এই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন।