শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, কেউ (ব্যবসায়ী) যদি বেশি দামে কোনো পণ্য বিক্রি করেন ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেশি মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকার রমজানকে সামনে রেখে ছোলা ও মসুর ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়িয়েছে সুতরাং বাজারে পণ্য সংকটের প্রশ্নই আসে না।
বুধবার (২২ মার্চ) সকালে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে পালং বাজারে মাইকিং ও ব্যবসায়ীদের লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
মো. ইকবাল হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার নিত্যপণ্যের দাম সহনশীল মূল্য রাখতে যথেষ্ট চেষ্টা করছে। তাই এলসি খোলা নিয়ে যে জটিলতা ছিল তা সহজ করেছে সরকার। রমজান শুরু হওয়ার আগেই বাজারে রমজানে চাহিদা বাড়ে এমন পণ্যের পর্যাপ্ত সরবরাহ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি তিনি ব্যবসায়ীদের প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের গায়ে নির্ধারিত মূল্য লিখে পণ্য বিক্রির অনুরোধ করেন।
এ সময় শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এবং শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।