মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাঁচটি সিটিতে ইভিএমে ভোট, থাকবে সিসি ক্যামেরা: ইসি রাশেদা

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯:২৯

আগামী মে ও জুনে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। সেইসঙ্গে পাঁচ সিটি নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে।

বুধবার (২২ মার্চ) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত এখনও রয়েছে। সামনে কী হবে তা এখনই বলতে পারবো না। আমাদের ইচ্ছা আছে।

সাধারণ মানুষের আস্থা অর্জনে কী পদক্ষেপ রয়েছে কমিশনের- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আস্থা বিষয়টি মানসিক। কে কীভাবে আস্থা পাবে, তা তো আমরা বলতে পারবো না। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর এমন কোনো কাজ করিনি যে কেউ আস্থায় আসবে না। আমরা গাইবান্ধার উপ-নির্বাচনে সে প্রমাণ দিয়েছি।

 

ইত্তেফাক/এসকে