ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর মাঠে গড়াবে ৩১ মার্চ। এবারের আইপিএলে টসে আনা হচ্ছে পরিবর্তন। তবে এতে টসের গুরুত্ব কমে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাধারণত টসের আগেই নির্ধারণ করা হয় সেরা একাদশ। টসের সময় সেরা একাদশের তালিকা নিয়ে মাঠে টস করতে আসেন দুই দলের অধিনায়করা। তবে আইপিএলের এবারের আসরে টসের পর পরিস্থিতি অনুযায়ী সেরা একাদশ নির্বাচন করতে পারবে অধিনায়করা।
টসের এমন পরিবর্তন সম্পর্কে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। দল প্রথমে ব্যাট করবে নাকি বল করবে তা জেনে সেই অনুযায়ী সেরা একাদশ সাজাতে পারবে দলগুলো। ইতোমধ্যেই এই নিয়ম চালু করা হয়েছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
এই টুর্নামেন্টে টসের আগে দুই দলের অধিনায়ক ১৩ জনের নাম লিখতেন। টসের পর সেরা একাদশ নির্বাচন করতেন। তবে এই নিয়মের বিপক্ষে অবস্থান করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি মনে করেন এতে টসের গুরুত্ব অনেকটাই কমে যায়। তখন দুই দলই সমান সুযোগ পাবে।
সূত্র: ক্রিকইনফো