সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বনভোজনে বাধা দিলো কুমির, চুরি করলো কুলার

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৯:০৭

সাফারি পার্কে বেড়াতে আসা লোকেরা প্রায়শই প্রাণীদের সামনে পড়ে যায়। মাঝে মাঝে তারা এসব প্রাণীর অদ্ভুত আচরণ দেখার সুযোগ পায়। দক্ষিণ আফ্রিকার সাফারি পার্কগুলো এই জাতীয় ঘটনার জন্য সুপরিচিত। কিন্তু এবার কয়েকজনের ভোজসভায় ঘটে যাওয়া একটি ঘটনা অনেককে বিস্মিত করেছে। খবর নিউ ইয়র্ক পোস্টের।

ট্রাভেল এজেন্সি লেটেস্ট সাইটিংসের এক পোস্টে বলা হয়, কিছু প্রকৃতিপ্রেমী প্রাইভেট নেচার রিজার্ভে সময় কাটাচ্ছিলেন। তখন পিকনিক এলাকায় এই প্রকৃতিপ্রেমীদের খাবারের ওপর হানা দেয় একটি কুমির। তাদের পানীয় ভর্তি বরফের বাক্সটি চুরি করে কুমিরটি।

ভিডিওতে দেখা যায়, কুমিরটি পানি থেকে বেরিয়ে আসে। কুমিরটি কোনো ক্ষতি না করে এবং কাউকে আঘাত না করে বরফের বাক্সটি তার মুখে নিয়ে নেয়। এরপর কুমিরটি বাক্সটি নিয়ে পাশের পুলের পানিতে নেমে যায়। এই ব্যতিক্রমী ঘটনাটি রাইটসপ্রুট গেম রিজার্ভে ঘটে। 

জোহানসবার্গ থেকে আড়াই ঘণ্টার একটু বেশি দূরে ওয়াটারবার্গ পর্বতমালার পাদদেশে এই প্রকৃতি সংরক্ষিত এলাকাটি অবস্থিত। অবসরপ্রাপ্ত ৭০ বছর বয়সী রোভেনা মোল্ড ও দাভুত ওলহুটার বন্য প্রাণী দেখতে দক্ষিণ আফ্রিকার রিটস্প্রুইট গেম রিজার্ভে গিয়েছিলেন। 

কুমিরটি কোনো ক্ষতি না করে এবং কাউকে আঘাত না করে বরফের বাক্সটি তার মুখে নিয়ে নেয়।

পিকনিক এলাকায় জড়ো হওয়ার আগে তারা একটি চিতা দেখার দুর্দান্ত সুযোগও পেয়েছিলেন। এরপর যথারীতি ভোজসভা শুরু হয়। কুমিরটি পানি থেকে বেরিয়ে আসার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল। বনভোজনে অংশগ্রহণকারীরা জানান, এই অস্বাভাবিক ঘটনায় তারা হতবাক হয়ে যান। 

ইত্তেফাক/ডিএস

এ সম্পর্কিত আরও পড়ুন