শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাকিবদের জন্য ডোনাল্ডের ফর্মুলা

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১০:৪১

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে রেকর্ডের ছড়াছড়ি। দুই ম্যাচেই সাকিব, তামিম, মুশফিকরা যেমন ব্যক্তিগত নানা মাইলফলক ছুঁয়েছেন, তেমনই টিম টাইগার্সও দুইবার গড়েছে ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড। সিলেটের দারুণ স্পোর্টিং উইকেটে তৃতীয় ওয়ানডেতে লক্ষ্য নিজেদের আরেকবার ছাড়িয়ে যাওয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ গড়ে নিজেদের ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড। সাকিব আল হাসান ও অভিষিক্ত তাওহীদ হৃদয়ের নব্বই রানের দুটি ইনিংসের সঙ্গে মুশফিকুর রহিমের ঝোড়ো ৪২ রানের ইনিংসে ৩৩৮ রান করে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ছাপিয়ে যায় আগের ম্যাচে গড়া রেকর্ড।

লিটন দাস, নাজমুল হোসেন শান্তর অর্ধশতকের পর মুশফিকুর রহিমের করা ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিতে ভর করে ৩৪৯ রান সংগ্রহ করে তামিম ইকবালের দল। দুই ম্যাচেই এমন রেকর্ডভাঙা পারফরম্যান্সের পর তৃতীয় ওয়ানডেতে কী আরও বড় কোন স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ? সাকিব-মুশফিকরা কি পারবে ওয়ানডেতে প্রথম বারের মতো বাংলাদেশকে ৪০০ ছাড়ানো সংগ্রহ এনে দিতে? বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড অবশ্য আশাবাদীদের দলে।

তার উত্তর, ‘খুব সম্ভব, এতে একদমই সন্দেহ নেই।’ কীভাবে সম্ভব তাও অবশ্য জানিয়েছেন সাদা বিদ্যুতক্যাত এই কিংবদন্তি। তার মতে, টাইগারদের মাঝারি ইনিংসগুলো আরেকটু বড় করে যত বেশি সম্ভব উইকেট হাতে নিয়ে খেলা শেষ ১০ ওভারে নিতে পারলেই সম্ভব ৪০০ রান করা।

তিনি বলেন, ‘প্রথম ম্যাচে দুজন ৯০ রানে আউট হয়েছে। পরের ম্যাচেও দুজন ৭০ করেছে। মুশফিক তার ইনিংসটা অবশ্য বড় করেছে, সেঞ্চুরি করেছে। আমাদের ঐ ইনিংসগুলো আরো টেনে নিতে হবে। ৭ বা ৬ উইকেট হাতে নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলাটা শেষ ১০ ওভারে নিতে চাই। যেন আমাদের আরো বেশি রান নেওয়ার সুযোগ হয়। আমাদের ঐ জুটিগুলো আরো লম্বা করতে হবে।’ 

ডোনাল্ডের কণ্ঠে স্তুতি ঝরেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট নিয়েও। এই উইকেটের সঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার উইকেটের মিলও খুঁজে পাচ্ছেন।

তিনি বলেন, ‘এখানকার যে উইকেটে খেলা হলো, সেটা অনেকটাই দক্ষিণ আফ্রিকার উইকেটের মতো। দারুণ বাউন্স। রাতে শিশির পড়লে আরো গতিময় হয়। দারুণ স্ট্রোকপ্লের জন্য এমন উইকেট আদর্শ। আপনি এমন উইকেটে থিতু হলে বড় ইনিংস খেলে আসা উচিত।’

ইত্তেফাক/এসএস