শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পুতিনবিরোধী গান লেখা রাশিয়ান পপ তারকার মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১১:০৯

রাশিয়ান পপ তারকা দিমা নোভা। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্পষ্ট সমালোচক হিসেবে বেশি পরিচিত। রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভের সময় তার একটি গান জনপ্রিয় হয়ে ওঠে। হিমায়িত ভলগা নদী পার হওয়ার সময় নদীতে পড়ে যান এই জনপ্রিয় গায়ক। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর হিন্দুস্তান টাইমসের। 

প্রতিবেদনে বলা হয়, দিমা নোভার বয়স হয়েছিল ৩৪ বছর। তিনি 'ক্রিম সোডা' নামের ব্যান্ডের প্রতিষ্ঠাতা। ব্যান্ডটির গান 'অ্যাকোয়া ডিসকো' এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে মস্কোর লোকেরা 'অ্যাকোয়া ডিসকো' গানটি গাইত। 

রাশিয়ান পপ তারকা দিমা নোভা।

পরবর্তীতে যুদ্ধবিরোধী আন্দোলনের নামই হয়ে যায় 'অ্যাকোয়া ডিসকো পার্টি'। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ১.৩ বিলিয়ন ডলার ব্যয়ে নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণ করেছেন। দিমা এটি নিয়ে একটি ব্যঙ্গাত্মক গান তৈরি করেছিলেন। ক্রেমলিন এই গানের তীব্র বিরোধিতা করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ১.৩ বিলিয়ন ডলার ব্যয়ে নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণ করেছেন।

কিন্তু দিমাকে থামানো যায়নি। এ কারণে তাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়। তিনি পায়ে হেঁটে হিমায়িত ভলগা নদী পার করছিলেন। সঙ্গে ছিলেন তার ভাই ও দুই বন্ধু। হঠাৎ পায়ের নিচে জমে থাকা বরফ ভেঙ্গে পড়ে। সবাই এর মধ্যে তলিয়ে যায়। 

তিনি পায়ে হেঁটে হিমায়িত ভলগা নদী পার করছিলেন।

দুইজনকে উদ্ধার করা হলেও রুশ পপ তারকা দিমা নোভার মারা যায়। ২০১২ সালে 'ক্রিম সোডা' প্রতিষ্ঠা করেন দিমা। 'ভলগা' নামে একটি গানও লিখেছেন তিনি। ভোলগা নদীর একেবারে তলদেশে পৌঁছনোর কথা নিয়ে এই গানটি লেখা হয়েছিল। ঘটনাচক্রে এই ভলগা নদীতে ডুবেই মারা গেলেন তিনি।

ইত্তেফাক/ডিএস