আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজের জন্য গতকাল ১৪ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নতুন মুখ দুইজন। লেগ স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক। এছাড়া দলে চমক আছে আরো একটি। প্রথমে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই পড়ে বাদ পড়া পেসার শরীফুল ইসলামকে ফেরানো হয়েছে টি-টোয়েন্টি দলে।
এদের জায়গা দিতে ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, রেজাউর রহমান, তানভীর ইসলাম ও নুরুল হাসান। জাকের আলী, রিশাদ হোসেন, শরীফুল ইসলামকে দলে নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রধান নির্বাচক ব্যাখ্যাটা দিয়েছেন ভিডিও বার্তায়। বলেছেন জাকের আলীকে দলে নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে। লেগ স্পিনার রিশাদ হোসেনকে নেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের চাওয়ার ভিত্তিতে, পরখ করে দেখতে।
প্রথমে জাকের আলী ও শরীফুলকে দলে রাখার যুক্তি তুলে ধরেছেন তিনি, ‘জাকের আলীকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। এছাড়া ‘এ’ দলের হয়েও সে ভালো করেছে। শরীফুল চোটের কারণে দলের বাইরে ছিল। আবার সে সিস্টেমের মধ্যে এসেছে, তাই আমরা তাকে দলে ফিরিয়েছি।’
তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে রাখার ব্যাখ্যাটা নান্নু দিয়েছেন এভাবে, ‘আসলে লেগ স্পিনার হিসেবে রিশাদকে আমরা একটু দেখতে চাচ্ছি। যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা, দলকে একটু পরীক্ষা করে দেখার সুযোগ তো আছেই। টিম ম্যানেজমেন্টও দলে একজন লেগ স্পিনার চাচ্ছিল। রিশাদ আমাদের এইচপি দলের সঙ্গে অনেক কাজ করেছে। আমরা চাচ্ছি, যারা নতুন এসেছে, তারা যেন সুযোগটা পায়।’
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে খুশি বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লার হয়ে খেলা জাকের আলী। দলকে চ্যাম্পিয়ন করতে বিপিএলে দুর্দান্ত খেলেছিলেন। সেই তিনি টেনে আনতে চান জাতীয় দলেও। জাতীয় দলে ডাক পাওয়ায় রোমাঞ্চিত জাকের আলী বলেছেন, ‘বিপিএলে প্রতিটা ম্যাচই আমি খেলেছি। আমি বলব না যে, পুরোপুরি ভালো করেছি। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছি। সেগুলো আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হয়েছে।’
জাতীয় দলে ডাক পাওয়ার পর রিশাদের এখন আশা মূল একাদশে জায়গা পাওয়ার। স্বপ্ন দেখছেন জাতীয় দলের হয়ে ভালো করার, ‘(একাদশে) সুযোগ পেলে যেন ভালো কিছু করতে পারি, এটাই সবচেয়ে বড় চাওয়া। আমি স্বাভাবিক আছি, সবকিছু স্বাভাবিকভাবেই নিচ্ছি।’
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হূদয়, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।