বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাংশায় ট্রেনে কাটা প‌ড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১২:৪১

রাজবাড়ীর পাংশায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী এক ব‌্যবসায়ীর মৃত‌্যু হয়েছে। বৃহস্প‌তিবার (২৩ মার্চ) সকাল ৯টার দি‌কে উপজেলার কুড়াপাড়া রেলক্রসিংয়ে এই ঘটনা ঘ‌টে।

নিহত রাজ্জাক মু‌ন্সি একই এলাকার আব্দ‌ুল হাইয়ের ছেলে এবং ডেকোরেটর ব্যবসায়ী।

‌স্থানীয়রা জানায়, ব্যবসায়ী রাজ্জাক মোটরসাইকেল নিয়ে কুড়াপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্স‌প্রেস ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থ‌লেই নিহত হন। এ সময় মোটরসাইকেল‌টিও ভেঙে চু‌রে যায়। রেলক্রসিং‌টিতে কোনো বে‌ড়ি‌কেড ছি‌ল না। এক কথায় উন্মুক্ত ছিল।

রাজবাড়ী রেলও‌য়ে থানার এসআই শ‌হিদুল জানান, দুর্ঘটনার সংবাদ পে‌য়ে তারা ঘটনাস্থ‌লে যা‌চ্ছেন। 

ইত্তেফাক/আরএজে