বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ফিরলেন মিরাজ

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৪:৩৪

বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে অবশেষে হলো তৃতীয় ওয়ানডের টস। প্রথম দুই ওয়ানডেতে আগে ব্যাটিং করে বাংলাদেশ যেভাবে তান্ডব চালিয়েছে আইরিশ বোলারদের ওপর, সেই চিন্তা থেকেই কিনা আজ তৃতীয় ওয়ানডেতে টস জিতে নিজেরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলো আয়ারল্যান্ড।ইনজুরি কাটিয়ে এই ম্যাচে টাইগারদের হয়ে মাঠে নামবেন মেহেদি হাসান মিরাজ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ২টা ৩০ মিনিটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

প্রথম ওয়ানডেতে রেকর্ডগড়া জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জিতে নিতে পারতো টাইগাররা। মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহের পর বেরসিক বৃষ্টিতে ভেসে যায় সেই ম্যাচ। আজ তৃতীয় ওয়ানডেতে জিতেই সিরিজ নিশ্চিত করতে চাই টিম টাইগার্স। 

সিরিজ শুরুর আগে ইনজুরিতে পড়ার পর সুস্থ হয়ে আজ তৃতীয় ম্যাচে একাদশে ফিরেছেন অলরাউন্ডার মিরাজ। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন ইয়াসির আলি।  

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

ইত্তেফাক/এসএস