শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আধিপত্যের দ্বন্দ্বে বগুড়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৪:২১

বগুড়ার আদমদিঘীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

মৃত আমিনুল ইসলাম (৩০) একই এলাতার বীর মু্ক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে।

স্থানীয়দের বরাতে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বুধবার রাতে  আমিনুল খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়েন। রাত ১১টার দিকে বাড়ির বাইরে টয়লেটে যাওয়া সময় দুষ্কৃতিকারীরা আমিনুরকে বেধড়ক মারধর করে পা ভেঙে বাড়ির পাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আমিনুরকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

দীর্ঘদিন অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর গ্রামে শাহীন গ্রুপ ও সেজদা গ্রুপে বিবাদ লেগেই আছে।

নিহত পরিবারের দাবি, দুগ্রুপের অন্তঃদ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে।

 

ইত্তেফাক/আরএজে