শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ২ ছাত্র খুন, অভিযুক্তরা অধরা

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৭:৫১

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দশম শ্রেণির ৩ শিক্ষার্থী গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই শিক্ষার্থী নাফিস (১৬) ও মারুফ (১৫) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

বুধবার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে ইন্দ্রকুল স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে স্কুলের দক্ষিণ পাশে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।  

বন্ধুদের ছুরিকাঘাতে নিহত মারুফ ও নাফিস। ছবি: সংগৃহীত

জানা যায়, বুধবার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ হামলা ঘটায়। এতে তিন শিক্ষার্থী নাফিস (১৬) মারুফ (১৫) ও সিয়াম (১৫) গুরুত্বর আহত হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই দুই শিক্ষার্থী নাফিস ও মারুফকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যক্তি জানান, এরা কিশোর গ্যাংয়ের পোলাপান। বিভিন্ন সময়ে রাস্তাঘাটে জটলা করে। বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। স্কুলে ঠিক মতো যায় না। এদেরকে যারা নিয়ন্ত্রণ করে তারা থাকে ধরা ছোঁয়ার বাইরে। 

স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ঘটনা শুনেছি। দুইজন শিক্ষার্থীকে বরিশাল হাসপাতালে নেওয়ার সময় মারা গেছে। আর সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বন্ধুদের আহাজারি। ছবি: সংগৃহীত

ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আমার বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্র খুন হয়েছে। যারা হামলা চালিয়েছে তারা উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতো।

ঘটনাস্থল পরিদর্শনকারী বাউফল থানার এসআই নাসির উদ্দিন মির্জা জানান, আহত সিয়ামের সঙ্গে তাঁরা কথা বলেছেন। সে হামলাকারী পাঁচ জনের নাম বলেছে। তাদের ধরতে অভিযান চলছে।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, বিষয়টি মর্মান্তিক। সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ইত্তেফাক/পিও