শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মিথ্যা ঘোষণায় বিদেশি মদ আনলো ‘বিসমিল্লাহ করপোরেশন’

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৯:১৫

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় (সোডা অ্যাশ ঘোষণা) আনা একটি কনটেইনার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে কায়িক পরীক্ষায় ওই কনটেইনারে বিদেশি মদ থাকার বিষয়টি ধরা পড়ে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘সোডা অ্যাশ ঘোষণা দিয়ে আমদানি করা একটি ৪০ ফুট লম্বা কনটেইনারে বিদেশি মদ থাকার বিষয়টি ধরা পড়েছে। তবে কী পরিমাণ মদ এ কনটেইনারে রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (এআইআর শাখা) মোহাম্মদ নিজাম উদ্দিন গণমাধ্যমকে জানান, মিথ্যা ঘোষণায় বিদেশি মদের চালানটি আমদানি করেছে বিসমিল্লাহ করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ঠিকানা ঢাকার ১৪ বংশালের হাজি আবদুল্লাহ সরকার লেনে। গণনা শেষে কী পরিমাণ বিদেশি মদ রয়েছে তা বিস্তারিত জানা যাবে।

ইত্তেফাক/এনএ