মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পল্লী বিদ্যুতের ৩ কর্মীকে পিটিয়ে জখম

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২১:২২

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পল্লী বিদ্যুতের ৩ কর্মীকে পিটিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) পৌনে ১০টার দিকে উপজেলার বড়হিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, এমসিএম ইউসুফ আলী (৪৮), লাইনম্যান জুয়েল রানা (২৫) ও আরও একজন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বড়হিস্যা এলাকায় এবি সিদ্দিক নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধ বিদ্যুৎ লাইন বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে যায়। তখন সিদ্দিকের ছেলে জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেনসহ ৪-৫ জন পল্লী বিদ্যুতের দলের ওপর হামলা করে। এতে এমসিএম ইউসুফ আলী ও লাইনম্যান জুয়েল রানা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার একই কায়দায় অভিযুক্তরা পল্লী বিদ্যুতের এমসিএম শহিদুল্লাহকেও পিটিয়ে আহত করে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ বলেন, পল্লী বিদ্যুতের দু’জন কর্মী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আছিম পল্লী বিদ্যুতের এজিএম মশিউর রহমান বলেন, অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে গেলে তাদের ওপর হামলা হয়েছে। এখন খুন করার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

ফুলবাড়ীয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আছিম পল্লী বিদ্যুতের কর্মীদের মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও