সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ট্রাকচাপায় চিকিৎসকসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১১:৪৩

মাগুরার শালিখার আড়পাড়া এলাকায় ট্রাকচাপায় চিকিৎসকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে মাগুরা ও যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শালিখার জুনারী গ্রামের মুহম্মদ মোল্লার ছেলে ও দন্ত চিকিৎসক সাহাবুর রহমান (৪৫) এবং একই গ্রামের শামীমুর মোল্লার ছেলে ও দোকানের কর্মচারী শাকিব হোসেন (২৩)।

পুলিশ ও নিহতদের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে শালিখার আড়পাড়া বাজার থেকে সাহাবুর ও শাকিব মোটরসাইকেলে করে শালিখার জুনারী গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে আড়পাড়ায় একটি কাভার্ড ভ্যানকে সাইড দিতে গেলে অপর একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

শালিখা থানার ওসি মোশারফ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাগুর ২৫০ শর্য্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দসহ ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে।                                           

ইত্তেফাক/আরএজে