২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতে ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ের পর বৃহস্পতিবার (২৩ মার্চ) বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করেতে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দল।
অধিনায়ক জস বাটলারের নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে যায় ইংল্যান্ড দল। সেখানে সাক্ষাৎ শেষে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলেন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডান ও স্যাম কুরানের বলে ব্যাটিং করেন ঋষি সুনাক।
শুধু ব্যাটিং নয়, বল করতেও দেখা যায় ঋষি সুনাককে। বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে পাকিস্তান। ১৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বেন স্টোকসের হার না মানা ৫২ রানে ভর করে ৫ উইকেটে জিতে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিলো ইংল্যান্ড।