সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভুটানকে উড়িয়ে দিল রাশিয়া

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১০:৩০

রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠানরত সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলে ভুটান আরো এক ম্যাডে গোলের বন্যায় ভেসে গেছে। গতকাল বিকালে রাশিয়া ৯-১ গোলে ভুটানকে হারিয়েছে। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল রাশিয়া। দ্বিতীয়ার্ধে ৫-১ হয়। 

হ্যাটট্রিক করেছেন আনাস্তেসিয়া সেরাউসেভা। ৯টি গোলই রাশিয়ার। এর মধ্যে একটি আত্মঘাতী গোলও রয়েছে একটি। সে কারণেই ৯-১ স্কোর লাইন। দুই ম্যাচে ভুটান ১৭ গোল হজম করল। রাশিয়া প্রথম খেলায় ৩-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে। বাংলাদেশ ৮-১ গোলে ভুটানকে হারিয়েছিল।

উয়েফা অ্যাসিস্ট প্রোগ্রামের আওতায় এবার সাফের খেলা হচ্ছে। উয়েফা সাফে খেলতে রাশিয়াকে পাঠিয়েছে। পাঁচ দেশ নিয়ে সাফের এই টুর্নামেন্ট ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, রাশিয়া লিগ পদ্ধতির খেলায় অংশগ্রহণ করছে। আগামী মঙ্গলবার বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন