মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অ্যাপলে মাইক্রোসফটের আই মেসেজ অপশন চালু

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৩:০৯

অবশেষে আইফোন ব্যবহারকারীরা উইন্ডোজ প্লাটফর্মে নিরাপদে ফোন সংযুক্ত করার সুযোগ পাচ্ছেন। ২৩ মার্চ থেকে মাইক্রোসফটের ফোন লিংক আপডেট যুক্ত করা হয়েছে অ্যাপল আইফোন ১৪ সিরিজের জন্য।

এখন উইন্ডোজ পিসি থেকেই আইমেসেজে টেক্সট করা যাবে এবং কলও করা যাবে। সেজন্য ফোন আর ডেস্কটপ দুটোতেই আর সংযুক্ত থাকার প্রয়োজন নেই। 

এর আগে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছিলেন। আইওএসের জন্য সীমিত পরিসরে কিছু সুবিধা থাকলেও তা ছিল সীমিত। তখন শুধু কিছু নোটিফিকেশন পাওয়া যেত বা দেখা যেত। এবার ফোন লিংকের মাধ্যমে সে সুযোগও অবারিত হচ্ছে সকলের জন্য। 

সূত্র: দ্য ভার্জ

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন