সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৯ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্রের

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১২:২০

কুমিল্লার হোমনায় ৯ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র। এ ঘটনায় ‍১৯ মার্চ (রোববার) নিখোঁজের বাবা মো. কবির হোসেন হোমনা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

নিখোঁজ মাজেদুল ইসলামের বয়স ১০ বছর। সে  দড়িচর হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

নিখোঁজের পরিবার জানায়, মাজেদুল ইসলাম ১৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে উপজেলার দড়িচর গ্রামে নিজ বাড়ি খেবে  মাদ্রাসার উদ্যেশ্যে  বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে গত ১৯ মার্চ হোমনা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিখোঁজ মাদ্রাসাছাত্র মাজেদুলকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

ইত্তেফাক/আরএজে