মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ইয়ার হোসেন খান (৩০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেন খান সদর উপজেলার ঝিকরহাটি এলাকার ইলিয়াস খানের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে নিহত ইয়ার হোসেন দু’জন যাত্রী নিয়ে মোস্তফাপুর বাস স্ট্যান্ড থেকে তাতীবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইয়ার হোসেন মারা যান। এ সময় আবুল কাশেম নামে ১ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
মাদারীপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. জুয়েল শেখ বলেন, লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।