রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে বুধবারের (২৯ মার্চ) ইফতার মাহফিল অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।শনিবার (২৫ মার্চ) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণবশত ইফতার মাহফিল হচ্ছে না।
বিগত বছরগুলোতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনৈতিক, পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীরা উপস্থিত থাকতেন। এ বছর আর ইফতার মাহফিল করবে না পুলিশ।