মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪:০৬

দেশে ৫৩তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রোববার (২৬ মার্চ) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

একই সঙ্গে বন্দরের অভ্যন্তরে পণ্য উঠা-নামাসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বন্দরের ব্যবসায়ীরা রোববার স্থলবন্দর দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি ভারতের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৭ মার্চ) থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

হিলি চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত চালু থাকবে।

ইত্তেফাক/আরএজে