শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিশ্ব দরবারে বাঙালি জাতির গর্বের নাম বঙ্গবন্ধু: নিক্সন চৌধুরী

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৭:৪২

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘বিশ্ব দরবারে বাঙালি জাতির গর্বের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি তাদের রক্তের প্রতিদানে স্বাধীনতা অর্জন করেছে। তাকে নিয়ে আজ আমরা সমগ্র বিশ্বে গর্ব করে চলতে পারি। তার কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আদর্শকে বুকে ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

রোববার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালিতে যোগ দিয়ে নিক্সন চৌধুরী শহর প্রদক্ষিণ শেষে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা আজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালালউদ্দিন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ অনেকে।

ইত্তেফাক/পিও