দ্বিতীয়বারের মতো দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির 'বর্ষসেরা প্রতিবেদক' নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের হাবিপ্রবি সংবাদদাতা যোবায়ের ইবনে আলী।
রোববার (২৬ মার্চ ) সাংবাদিক সমিতির অফিসরুমে সংগঠনটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি আয়োজিত ইফতার মাহফিল শেষে যোবায়েরের হাতে এই পদক তুলে দেন সাংবাদিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ্ আল মুবাশ্বির এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। যোবায়ের বর্তমানে সমিতির দফতর সম্পাদক হিসেবে কাজ করছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী।
মূলত বিশেষ প্রতিবেদন, প্রতিবেদনের ভাষা ও শব্দচয়ন এবং সাংবাদিকতায় সাংগঠনিক দক্ষতা এই তিনটি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক নির্বাচন করা হয়।
এছাড়াও প্রথমবারের মতো সাংবাদিক সমিতির আয়োজনে সেরা সাংগঠনিক পদক পেয়েছেন সংগঠনটির প্রচার সম্পাদক মো. গোলাম ফাহিমুল্লাহ্। গোলাম ফাহিমুল্লাহ্ বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থী। একাডেমিকে ভালো সিজিপিএধারী তিনজনকে একাডেমিক এক্সিলেন্স পদক দেয়া হয়। একাডেমিক এক্সিলেন্স পদক প্রাপ্তরা হলেন, সংগঠনটির অর্থ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. আহনাফ শাহরীয়ার সোহাগ, সাধারণ সদস্য ও গণিত বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী অলংকার গুপ্তা এবং সাধারণ সদস্য ও গণিত বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. কাবির আবদুল্লাহ্।
সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে যোবায়ের বলেন, ক্যাম্পাসের সৌন্দর্য, সমস্যা, আয়োজন, সংকট নিয়ে লিখতে বেশ ভালো লাগে বলেই ক্যাম্পাস সাংবাদিকতায় আসা৷ গতবছর থেকে সেরা প্রতিবেদক নির্বাচিত করার রীতি শুরু হয়েছে। হাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ্ আল মুবাশ্বির বলেন, এই পদক মূলত সাংবাদিকদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে ও সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে তরুণ সাংবাদিকদের আরও উদ্যোমী হয়ে সংবাদ পরিবেশন করতে অনুপ্রাণিত করবে বলে মনে করি। গতবছর থেকে সেরা প্রতিবেদক নির্বাচিত করার রীতি শুরু হয়েছে। গতবছর এবং এবার দু'বারই যোবায়ের সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য, সর্বপ্রথম গতবার সংগঠনটির তৃতীয় কার্যনির্বাহী কমিটির আয়োজনে সেরা প্রতিবেদক পদক দেবার রীতি শুরু করেন সদ্য সাবেক সভাপতি মো. মিরাজুল আল মিশকাত। সেবারও বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছিলেন যোবায়ের।