শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পশ্চিমারা সব রেডলাইন অতিক্রম করেছে: পুতিন

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৯:৩৯

পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে সমস্ত ‘রেডলাইন’, এমনকি ‘গভীর রেডলাইন’ অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

মস্কোতে সাংবাদিক পাভেল জারুবিনের প্রশ্নের জবাবে পুতিন বলেন, আমরা ক্রিমিয়ার জনগণকে রক্ষা করতে বাধ্য হয়েছিলাম। এইভাবে বা অন্যভাবে আমরা ডনবাসকে সমর্থন করেছি।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, তাদের (পশ্চিমারা) এমন হাবভাব, যুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারাই এই সংঘাতের সূচনাকারী এবং উস্কানিদাতা। আজ তারা আরও লক্ষ লক্ষ গোলাবারুদ, হার্ডওয়্যার ইত্যাদি হস্তান্তর করছে (ইউক্রেনে)।

তিনি বলেন, পশ্চিমারা এটাই করছে। তারা ২০১৪ সালের শুরু থেকেই এটা করেছে। যখন তারা অভ্যুত্থানে সহায়তা করেছিল।

ইত্তেফাক/এসকে