শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিস্ফোরক পদার্থ নিয়ে রাশিয়ার শহরে পড়লো ‘ইউক্রেনের ড্রোন’

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২২:০০

রাশিয়ার তুলা অঞ্চলের কিরিয়েভস্ক শহরে ইউক্রেনের টিইউ-১৪১ স্ট্রিজ ড্রোন বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরক পদার্থ নিয়ে ড্রোনটি আঘাত হেনেছে বলে জানিয়েছেন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার এক মুখপাত্র। রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় রোববার (২৬ মার্চ) ঘটা এ বিস্ফোরণে তিন রুশ নাগরিক আহত হয়েছেন। এতে তিনটি অ্যাপার্টমেন্ট ও চারটি বাড়ির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

 ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনের অংশ। ছবি: সংগৃহীত

আইন প্রয়োগকারী সংস্থার বরাতে তাস জানিয়েছে, বিস্ফোরণটি একটি কৌশলগত নজরদারিবিহীন মনুষ্যবিহীন বিমান দিয়ে সংঘটিত হয়েছে। ইউক্রেনের ড্রোনটি বিস্ফোরক পদার্থে ভরা ছিল।

 ড্রোনের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

স্থানীয় জরুরি কল সেন্টারের বরাতে তাস বলছে, বিকেল ৩টা ১৯ মিনিটে বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইত্তেফাক/এসকে