শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশের যেসবস্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১২:২১

দেশের ৮ বিভাগের বিভিন্নস্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

ছবি: ইয়াসিন কবির জয়

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টিভেজা সড়ক। ছবি: তানভীর আহাম্মেদ

এদিকে তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ছবি: ইয়াসিন কবির জয়

এছাড়া পরবর্তী ৭২ ঘর আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে বংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন