জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেননা অনেকদিন, ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব বা ঘরোয়া ক্রিকেটই এখন মাশরাফি বিন মর্তুজার মাঠে নামার উপলক্ষ্য। তবে যেখানেই মাঠে নামেন দেশসেরা এই অধিনায়ক সেখানেই যেন নিজের সেই পুরনো ছন্দে বল হাতে ছুটে চলেন নড়াইল এক্সপ্রেস। সবশেষ বিপিএলেও নিজের বয়সকে টেক্কা দিয়ে তরুণদের সঙ্গে সমানতালে ছুটেছেন ম্যাশ, ৩৯ বছইর বয়সে খেলতে নামা চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ছুটছেন যেন এক্সপ্রেস গতিতেই। লিজেন্ডস অফ রূপগঞ্জের অধিনায়ক একাই ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষ মোহামেডানকে। মাশরাফির বোলিং তোপে পড়ে ৮০ রানেই অলআউট হয়েছে মোহামেডান।
আজ সোমবার (২৭ মার্চ) ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল মাশ্রাফি বিন মর্তুজার লিজেন্ডস অফ রূপগঞ্জ। সেই ম্যাচেই আগে বল করতে এসে ৮.৪ ওভারে ৩ মেডেনের সঙ্গে ৪৪টি ডট বল দিয়ে মাশরাফি তুলে নিয়েছেন ৫ উইকেট, রান দিয়েছেন মাত্র ১৭।
নড়াইল এক্সপ্রেসের বোলিং তোপে পড়ে মাত্র ৮০ রানে গুটিয়ে যায় মোহামেডান। একমাত্র সৌম্য সরকার করেন ২৬ বলে ৪১ রান, এছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি মোহামেডানের হয়ে। ৮১ রানের লক্ষ্যে কোনো উইকেট না হারিয়ে ৮.২ ওভারেই জয় তুলে নেয় রূপগঞ্জ।
দুর্দান্ত বোলিংয়ে যেমন নিয়েছেন ৫ উইকেট, তেমন ফিল্ডিংয়েও যেন দেখা মিলেছে সেই চিরতরুণ মাশরাফির। স্লিপে দাঁড়িয়ে নিয়েছেন দুর্দান্ত দুটি ক্যাচ।
আজকের এই ৫ উইকেটে নতুন এক রেকর্ডও গড়ে ফেলেছেন মাশরাফি। লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের রেকর্ড এখন নড়াইল এক্সপ্রেসের। আজ ৩৯ বছর ১৭৩ দিন বয়সে ৫ উইকেট শিকার করলেন মাশরাফি। এর আগে ৩৭ বছর ২৫৮ দিনে ৫ উইকেট নিয়ে রেকর্ডের মালিক ছিলেন মোহাম্মদ আশরাফুল।
এবার ডিপিএলে দারুণ ছন্দে আছেন মাশরাফি। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১১ উইকেট তুলে নিয়েছেন টাইগারদের এই সাবেক অধিনায়ক।