পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে ৪৫ বছর বয়সী এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছেন। রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর কলারণ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত চামেলী রানী একই এলাকার জীবন সিকদারের স্ত্রী এবং ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, ঘরে থাকা লোহার ট্রাঙ্কে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চামেলী রানী ঘটনাস্থলে মারা যান। লোহার ট্রাঙ্কটির সঙ্গে বৈদ্যুতিক তার লেগে ছিল।