একদিকে চলছে আয়ারল্যান্ড সিরিজ, অন্যদিকে চলছে সাকিব-লিটনদের আইপিএল ইস্যু। বাংলাদেশ ক্রিকেট যেন আইপিএল ইস্যুতেই দুই ভাগে বিভক্ত। সাকিব-মুস্তাফিজের সঙ্গে এবার প্রথমবার আইপিএলে সুযোগ পেয়েছেন লিটন দাস। তবে এই তিন ক্রিকেটারের আইপিএল খেলতে যাওয়া নিয়েই যত বিপত্তি। আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ চলাকালীন আইপিএলের জন্য ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। বিসিবি কর্তাদের থেকে শুরু করে সবশেষ টাইগার কোচ হাথুরুসিংহেও বলেছেন একই কথা।
এবার সাকিব-লিটন-মুস্তাফিজদের আইপিএলে খেলতে না দেওয়ার ব্যাপারে মুখ খুললেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। আইপিএলে যেতে না দেওয়ার এমন সিদ্ধান্তে খুশি নন দেশসেরা অধিনায়কখ্যাত ম্যাশ।
আজ সোমবার (২৭ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মোহামেডানের বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন নড়াইল এক্সপ্রেস। তারপরই গণমাধ্যমের সামনে সাকিব-লিটনদের আইপিএল ইস্যু নিয়ে মুখ খোলেন মাশরাফি।
মাশরাফি বলেন, 'একটা টেস্ট ম্যাচের পর হয়তোবা যেতে পারবে। তারপরেও আমার কাছে মনে হয় টেস্ট ম্যাচ যদি ম্যানেজেবল হয় কাউকে দিয়ে। গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্যান্য দেশ তো কোনো খেলোয়াড়কে আটকাচ্ছে না। আমাদের শুধু শুধু আবেগী হয়ে তো লাভ নেই। আমরা তো অনেক খেলোয়াড়কে পরিবর্তন করে খেলাচ্ছি, খেলাচ্ছি না তা তো না। শুধু ওদের ক্ষেত্রেই ভালো জায়গায় যখন সুযোগ পায় তখন বারবার আটকানো ঠিক না।'
সাবেক টাইগার অধিনায়ক আরও বলেন, 'ওদের সঙ্গে খোলামেলা আলাপ করা উচিত ওরা যদি মন থেকে যেতে চায় সেক্ষেত্রে কেন নয়? আর আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ কিছু ক্ষেত্রে আমার মনে হয় ম্যানেজ করার সক্ষমতা আমাদের আছে, বিশেষ করে টেস্ট ম্যাচে। আল্টিমেটলি সারা পৃথিবীর খেলোয়াড় তো যাচ্ছে, তাই না? শুধু শুধু আমাদের খেলোয়াড়দের আটকে রেখে লাভ কি?'