রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কোপা ক্লাসিকোতে কোর্তোয়ার খেলা নিয়ে শঙ্কা

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২১:৩৮

পেশির সামান্য ইনজুরির কারণে সব ধরনের ঝুঁকি এড়ানোর লক্ষ্যে বেলজিয়াম জাতীয় দল থেকে নাম প্রত্যাহার করে রিয়াল মাদ্রিদে ফিরে এসেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। বেলজিয়ান ফুটবল ফেডারেশন রোববার (২৬ মার্চ) কোর্তোয়ার নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ইনজুরির মাত্রা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি। 

থিবো কোর্তায়া।

সুইডেনের বিরুদ্ধে ইউরো বাছাইপর্বে ৩-০ গোলের প্রথম ম্যাচটিতে পুরো ৯০ মিনিটই বেলজিয়ামের হয়ে মাঠে ছিলেন কোর্তায়া। ধারনা করা হচ্ছে ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়। সাবধানতার কারণে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। সোমবার (২৭ মার্চ) মাদ্রিদে ফিরে আসার পর কোর্তোয়ার আরও কিছু পরীক্ষা করা হবে বলে ক্লাব সূত্র জানিয়েছে। লস ব্লাঙ্কোসদের জন্য এটা অবশ্য দুশ্চিন্তা বিষয়। আন্তর্জাতিক বিরতির পর বার্সেলোনার বিরুদ্ধে কোপা ডেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ ছাড়াও চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের ম্যাচ রয়েছে মাদ্রিদের। 

যেখানে কোর্তায়ার মত গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে প্রয়োজন রয়েছে। কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে কার্লো আনচেলত্তির মাদ্রিদ ১-০ গোলে পিছিয়ে রয়েছে। এই ম্যাচটি ছাড়াও ইউরোপিয়ান আসরে চেলসিকে ছাড়িয়ে যাবার আশা করছে গ্যালাকটিকোরা।

ইত্তেফাক/জেডএইচ